উল্লাপাড়ায় কালভার্ট নির্মান হলেও অ্যাপ্রচ সড়ক না থাকায় শিক্ষার্থীরা ঝুকি নিয়ে চলাচল করছে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলমান দুটি বিলের পানি নিষ্কাশন এবং স্কুলের শিক্ষার্থী ও গ্রাম বাশীদের যাতায়াতের সুবিধার জন্য কালভার্ট নির্মান করলেও দুই পাশে অ্যাপ্রচ সড়ক না থাকায় সুবিধার চেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও গ্রাম বাশীদের । এতে সরকারের প্রায় দেড় লাখ টাকা খরচ হলেও অ্যাপ্রচ সড়ক না থাকায় কোনো উপকারে আসছে না বলে অভিযোগ পাওয়া গেছে । ওই কালভার্টটি নির্মান করা হয়েছে উপজেলার কয়ড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহিশাকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহিশাকোলা গ্রামের সংযোগ সড়কের মাঝে ।
এলজিএসপি প্রকল্পের আওতায় গত ২০২২-২০২৩ অর্থ বছরে কালভার্টটি নির্মাণ করা হয়েছে । স্থানীয়রা জানান দুই বিলের পানি নিষ্কাশন এবং স্কুলে শিক্ষার্থী ও গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য কালভার্ট নির্মান করলেও অ্যাপ্রচ সড়ক নির্মান না করায় ওই কালভার্ট কোনো কাজেই লাগছে না । চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার জনসাধারণ, গ্রামবাসীসহ স্কুলের শিক্ষার্থীদের । বর্ষার সময় এলাকার কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পানি খচে চলাচল করে । তাদের কষ্ট লাগবের জন্যই কালভার্টটি নির্মাণ করা হয়েছিলো কিন্তা তা কোনো কাজেই লাগছে না ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর(এলজিইডি) এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান জানান এলজিএসপি প্রকল্পের আওতায় কালভার্টটি নির্মানের সময় অ্যাপ্রচে মাটি ধরা না থাকায় অ্যাপ্রচ সড়ক করা হয়নি ।
উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম জানান দু/এক দিনের মধ্যেই করমসুচির লেবার দিয়ে কালভার্টের দুই পার্শ্বের অ্যাপ্রচে মাটি ফেলে ভরাট করে দেয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০/১২/২০২৩