উল্লাপাড়ায় কালভার্টে ফাটল বাঁশ দিয়ে ঠেকনা-ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ার-কামারখন্দ জেলা সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের নির্মিত পুড়ানো কালভার্টে ফাটল দেখা দিয়েছে । এলাকা বাসী বাঁশ দিয়ে কালভার্টের নীচে ঠেকনা দিয়ে রেখেছে । বাঁশের ঠেকনায় কালভার্টি দাড়িয়ে রয়েছে । তার উপর দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে হালকা যানবাহন ।
প্রায় এক বছর আগে কামারখন্দ গামী মালবাহী একটি মিনি ট্রাক মনিরপুরের ওই কালভার্ট পার হয়ে যাবার সময় কালভার্টিতে ফাটল দেখা দেয় । এর পর থেকে ওই কালভার্টের উপর দিয়ে ভারি যানবাহন আর চলাচল করতে পারছে না । এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ অঞ্চলের জনসাধারণের । এ অঞ্চলে উৎপাদিত কৃষি পন্য জেলা ও উপজেলা শহর সহ দেশের অন্য কোথাও সরবরাহ করতে পারছে না । ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ওই অঞ্চলের কৃষকেরা । তারা ঝুকি নিয়ে রিক্সা, ভ্যান ও সিএনজি নিয়ে চলাচল করছে । যে কোনো সময় কালভার্টি ভেঙ্গে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে । ৬ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি এক বছর আগে দুপাশের দুটি রেলিং ভেঙে যায় । মাঝখানের টপ স্লাবটি পাঁচ-ছয় ইঞ্চি দেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে । কালভার্টের নিচের পলেস্তরা খসে পরে বেড়িয়ে পড়েছে রড । সড়ক ও জনপথের ওই কালভার্ট দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও নতুন কালভার্ট নির্মানে উদ্যোগী হয়নি সড়ক ও জনপথ বিভাগ ।
ওই জেলা সড়কটি দিয়ে উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার প্রায় দেড় লক্ষাধিক লোক যাতায়াত করে থাকে । ট্রাক- সিএনজি সহ অন্যান্য শত শত যানবাহন চলাচল করতো ওই কালভার্টের উপর দিয়ে । কিন্তু হঠাৎ কালভার্টটি ফাটল দেখা দেওয়াতে ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না। তবে ঝুঁকি নিয়ে কিছু অটোরিকশা, সিএনজি চলাচল করছে । এতে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে এ অঞ্চলের মানুষ। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান মনিরপুরের এই কালভার্ট দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত, সড়ক ও জনপথ বিভাগ থেকে নতুন মেরামত এবং নতুন করে কালভার্ট নির্মানে উদ্যোগ নেওয়া হয়নি। এরপর কালভার্টে ফাটল ধরার কারণে ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না। তবে কিছুকিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং জানান পুড়ানো কালভার্টটি ভেঙ্গে নতুন করে আবার কালভার্ট তৈরির ট্রেন্ডার প্রকৃয়া শেষ হয়েছে । অচিরেই নির্মান কাজ শুরু হবে ।