উল্লাপাড়ায় কারেন্ট পোকার আক্রমনে ধান নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা কৃষক
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কারেন্ট পোকার আক্রমনে উপজেলার বিভিন্ন মাঠের জমির আধাপাকা ধান মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক । ধান রক্ষায় ঔষধ প্রয়োগ করার জন্য উপজেলা কৃষি অফিস থেকে সারা উপজেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করছে ।
বৈশাখের শেষ দিকে এসে সূর্যের প্রখরতায় জনজীবনে অস্বস্থি বিরাজ করছে । এই তীব্র তাপপ্রবাহে পুড়ছে মাঠের ধান এবং কারেন্ট পোকার আক্রমনে মারা যাচ্ছে মাঠের আধাপাকা বোরো ধান ।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রচন্ড তাপপ্রবাহে উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী মাঠ, হেমন্তবাড়ি মাঠ ও পৌর এলাকার সিংহগাঁতী এবং চরশ্রীফলগাঁতী মাঠসহ সারা উপজেলার বিভিন্ন মাঠের জমির বোরো ধানে কারেন্ট পোকার আক্রমনে ধান মরে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে । আধাপাকা ধান মরে যাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে ।
এ বিষয়ে কৃষক আব্দুস সাত্তার, মোহারম আলী, মোক্তার হোসেন ও আব্দুল হালিম জানান কারেন্ট পোকার আক্রমনে আধা পাকা ধান মরে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি । বৃষ্টি হলে এই কারেন্ট পোকার আক্রমন থেকে ধান রক্ষা পেতো ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান প্রচন্ড তাপপ্রবাহে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন করে । এ-থেকে রক্ষার জন্য কৃষি অফিস থেকে কৃষকদের পোকা দমনে বিভিন্ন কম্পানির -তড়িৎ, ভেস্টোরিয়া, ফড়িং, স্পেলেনডর ও রামপি নামক ঔষধ পানির সাথে মিশিয়ে ধান ক্ষেতে স্প্রে করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান একটানা কয়েক দিন ধরে প্রচন্ড তাপদাহের কারণে ধান ক্ষেতে কারেন্ট পোকা আক্রমন করছে । তাপমাত্রা যত বৃদ্ধি পাবে কারেন্ট পোকার আক্রমন দ্রুত ততই ছড়িয়ে পড়বে । ধান রক্ষার করনীয় বিষয়ে লিফলেট বিতরণ ও সারা উপজেলায় মাইকিং করে আক্রান্ত ধান ক্ষেতে ঔষধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে । এ বিষয়ে মনিটরিং টিম সব সময় মাঠে রয়েছে । তবে তাপমাত্রা কমলে এবং বৃষ্টি হলেই কারেন্ট পোকার আক্রমন বন্ধ হয়ে যাবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
১৩/০৫/২০২৫