উল্লাপাড়ায় কলেজ ছাত্র স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাঞ্চল্যকর কলেজ ছাত্র স্বপন হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত প্রধান আসামি পান্না হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকা থেকে তথ্য প্রযুত্তির আলোকে তাকে আটক করে। পান্না উপজেলার শাহীকোলা গ্রামের মৃত বেলাত প্রামানিকের ছেলে।
ঘটনার তিন মাস পর গ্রেফতার পান্না বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। সোমবার বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।
জমিজমা ও পারিবারিক কলহের জের ধরে গত ৭ ফেব্রুয়ারী উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের শাহীকোলা গ্রামের ফসলের মাঠে খুন হয় কলেজ ছাত্র স্বপন হোসেন (২০)। তার পিতা শফিকুল ইসলাম থানায় বাদী হয়ে ৯ ফেব্রুয়ারী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ইতিপূর্বে ঘটনার সাথে জড়িত রাকিব হোসেনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করে পুলিশ।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, পান্নার মেয়ের প্রতি কুদৃষ্টি ও জমিজমার বিরোধের জের ধরে খুন হয় স্বপন। রাকিব ফসলের মাঠে ডেকে নেয় ও পান্না হ্যামার হাতুরি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। আসামি পান্নাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
৩০/০৪/২০২৪