উল্লাপাড়ায় করোনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসকদের সাথে এমপির জরুরি বৈঠক
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে করোনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্থানী এমপি তানভীর ইমাম এক জরুরী বৈঠকে বসেন । তিনি চিকিৎসকদের কাছ থেকে উপজেলার করোনার প্রাদুর্ভাব সম্পর্কে খোজ খবর নেন । এর পর করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন ? এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন ও চিকিৎসক গন ।
এর আগে তানভীর ইমাম এমপি, করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসা ও সনাক্ত করণের সময় চিকিৎসকদের সুরক্ষার জন্য সুরক্ষা সরঞ্জামাদী নিজ অর্থায়নে ক্রয় করে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করেন । সরঞ্জামাদীর মধ্যে রয়েছে পিপিই-৩ শ পিছ, মাস্ক-৩শ পিছ, প্রটেক্টিব চশমা-৬০ পিছ, প্রটেক্টিব ক্যাপ-৬০ পিছ, অক্সিজেন সিলিন্ডার-৫ টি, শরীরের তাপ মাত্রা মাপা মেশিন-২ টি ও কিট রয়েছে । এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সুনিশ্চিত হলো।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আল-আমিনের স্ত্রী ববিতা খানম করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি হয় । ওই হাসপাতালে সুরক্ষা সরঞ্জামাদী না থাকায় দায়িত্ব রত নার্সরা রোগী রেখে পালিয়ে যায় । সে খানে কর্তব্যরত ডাঃ প্রদীপ কুমার মালাকার জীবনের ঝুঁকি নিয়ে সারা রাত ওই রোগীর সেবা করেন । পরে ওই রোগীর নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে ।
এছাড়া উক্ত চিকিৎসা কেন্দ্রে অক্সিজেন সহ সরঞ্জামাদীর ঘাটতি সংক্রান্ত তথ্য প্রকাশ হওয়ায় তানভীর ইমাম এমপি মহোদয়ের দৃষ্টি গোচর হয়। তিনি চিকিৎসকদের সুরক্ষায় চিকিৎসা সরঞ্জামাদী পিপিই, কিট, মাস্ক, হ্যান্ড গ্লোব, ক্যাপ, চশমা, অক্সিজেন সিলিন্ডার, ডিজিটাল থার্মোমিটার পর্যাপ্ত পরিমানে নিজ উদ্যোগে সরবরাহ করেন।