উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষা কক্ষে অনিয়মের দায়ে ৫ শিক্ষক কর্মচারীর অর্থদন্ড !
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
মঙ্গলবার চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ের ১ম পত্রে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনে অনিয়ম করায় ৪ শিক্ষক ও ১ কর্মচারীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাছান গোলাম মোস্তফা, অলিপুর আমডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্দনা রাণী, ধুনচি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন এবং উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শাহাদৎ হোসেন (স্কুল তহবিল থেকে নিয়োগ প্রাপ্ত)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।