উল্লাপাড়ায় এমপির ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ব্যক্তির অনুকুলে চেক বিতরন
উল্লাপড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
ঈদ উপলক্ষে মানবতার কান্ডারী হয়ে উল্লাপাড়া উপজেলার মানুষের পাশে এসে দাড়িয়েছেন গনমানুষের নেতা সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । সমাজের অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই তার কাজ । শুধু তাদেরই নয় দলীয় নেতা-কর্মীদেরও মুখে হাসি ফুটিয়েছেন । ঈদ উপলক্ষে জাতীয় সংসদ সদস্য মহোদয়ের ২০১৮-২০১৯ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যক্তির অনুকুলে ৪ লাখ ৯৭ হাজার টাকার চেক ১৫০ জন বিভিন্ন ব্যক্তির অনুকুলে বিতরন করেন । শনিবার উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ব্যক্তির অনুকুলে চেক বিতরন করেন জনাব তানভীর ইমাম এমপি । এ সময় উপস্থিত ছিলেন উপজলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সুলতান হাফিজ খাঁন বাবু প্রমুখ ।