উল্লাপাড়ায় এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সভাপতি-সাধারন সম্পাদক ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদক সহ সুধিজনদের নিয়ে শুক্রবার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন । ইফতার-মাহফিলের আগমুহুরতে ইফতার মাহফিলের সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োযোগ জনাব তানভীর ইমাম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম রহমান,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ,সাবেক উপজেলা চেয়াম্যান এ্যাড. মারুফ বিন হাবিব ও উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ ।