উল্লাপাড়ায় এক মাস ধরে বন্ধ বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চকবরু ভেংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন পাকা ভবন নির্মান কাজ এক মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় নতুন ভবনের নির্মান কাজ শুরু করায় গ্রামবাসী ভবনটি নির্মানের জায়গা পুনঃ নিধারনের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিদ্যালয়টির নতুন ভবন নির্মান কাজ বন্ধ করে দেয় ।

উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সুত্রে জানা যায় উল্লাপাড়ার রামকষ্ণপুর ইউনিয়নের চকবরু ভেংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডমিক ভবন নির্মান চলতি বছরের প্রথম দিক সরকারী অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়। গত ১২ ফেব্রুয়ারী এর দরপত্র আহবান এবং দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৮ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। এভবনটি নির্মান চুক্তি মূল্য ৬৭ লাখ ৯৫ হাজার টাকা। স্থানিয় এলজিইডি থেকে এর নির্মান কাজ বাস্তবায়ন করা হবে। কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়টির পূরাতন ভবনের সামনে খেলার মাঠে নতুন ভবনের নির্মান কাজ শুরু করে । এ সময় চকবরু ভেংড়ী গ্রামবাসি খেলার মাঠের জায়গা বাদ দিয়ে ভবনটির পাশেই বিদ্যালয়র নিজস্ব জায়গায় নির্মানের জন্য মখিক ভাবে আবেদন জানায়। গ্রামবাসীরা জানায় জায়গাটি বিদ্যালয়ের হলেও সেখানে খেলার মাঠ হিসেবে গ্রামবাসী ও কমলমতি শিশুরা ফুটবল ও ক্রিকেট খেলা সহ বিভিন্ন সামাজিক ও ধর্মিয় অনুষ্ঠান হয়ে থাকে । একারনে তারা বিদ্যালয়ের পাশের জায়গায় নতুন ভবন নির্মানের বিষয়ে আবেদন জানায়।

জানাযায় গ্রামবাসীরা বিষয়টি নিয়ে একাধিক বার সামাজিক বৈঠক করেছেন। তারা নতুন চিহ্নিত জায়গায় ভবনটি নির্মানের বিষয়ে একমত হয়েছেন । গ্রামবাসীদর পক্ষে চকবরু ভেংড়ী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাঃ ইয়াছিন তালুকদার, ভবনটির নির্মানের জায়গা পুনঃনির্ধানের জন্য স্থানিয় উপজেলা প্রশাসন সহ উর্দ্ধোতন বিভিন্ন বিভাগে লিখিত আবেদন করেছেন বলে জানা যায়। এর সাথে ভবনটি নির্মানের জায়গা পুনঃনির্ধারন বিদ্যালয় থেকে নেওয়া সিদ্ধান্তের একটি রজুলশন কপি জমা দওয়া হয়েছে । এ আবেদনর প্রেক্ষিতে বিদ্যালয়ের নতুন ভবনর নির্মান কাজ স্থানিয় উপজলা প্রশাসনের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানা গেছে । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাঃ ইয়াছিন তালুকদার জানান, তাদের চিহ্নিত নতুন জায়গায় ভবনটি নির্মান করা হলে খেলার মাঠটি রক্ষা পাবে । দুটাই বিদ্যালয়ের নিজস্ব জায়গা ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানি জানান, গ্রামবাসীর পক্ষে ভবনটির নির্মানের জায়গা পুনঃনির্ধানের বিষয়ে পাওয়া আবেদন ও রেজুলেশন কপি তার বিভাগ থেকে অনুমোদনের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে । উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম জানান, নতুন ভবন নির্মান বিদ্যালয় কর্তৃপক্ষের দেখানো জায়গায় সয়েল টেস্টের মাধ্যমে তা নিধারন করা হয়েছে। স্থানিয় শিক্ষা বিভাগ থেকে জায়গা পূনঃনির্ধারন যথাযথ ভাবে তার বিভাগকে জানানো হলে পুনরায় সয়েল টেস্টের মাধ্যমে উপযুক্ত জায়গা নির্ধারন করা হবে এবং ভবনটির নির্মান কাজ করা যাবে। উপজলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের জায়গা পূনঃনির্ধারনের আবেদন পত্রটি উর্দ্ধোতন সংশ্লিষ্ঠ বিভাগে পাঠানো হয়েছে । জায়গা পূনঃনির্ধারন বিষয় অনুমোদন হয় প্রকৌশল বিভাগের মাধ্যমে । পুনরায় অনুমোদন হয়ে আসলে ভবনটির নির্মান কাজ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.