উল্লাপাড়া

উল্লাপাড়ায় এক বছর ধরে শিকলে বন্ধিমানবতার জীবন-যাপন

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে চাচার পায়ে শিকল পরিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে । চাচা মানিক চন্দ্র শীল(৩৮) এর অভিযোগ তার ভাতিজা সজীব চন্দ্র শীল ও বৌদি দীপ্তি রাণী শীল তাকে শিকলে বেঁধে রেখে নিয়িমত খেতে ও সঠিক চিকিৎসা না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন । আর ভাতিজা ও বৌদি বলছেন মানসিক রোগী হওয়ায় পথে-ঘাটে মেয়েদের ঝাপটে ধরার কারণেই তাকে শিকলে বেঁধে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাঁতী স্কুল পাড়া গ্রামে ।
বর্তমানে মানিক চন্দ্র শীলকে পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় খুটির সাথে প্রায় এক বছর ধরে বেঁধে রাখা হয়েছে । না দেওয়া হচ্ছে নিয়মিত খাবার, না পাচ্ছে সঠিক চিকিৎসা। এভাবেই দীর্ঘদিন ধরে মানবতার জীবন কাটাচ্ছে মানিক চন্দ্র শীল। সে সুস্থ ভাবে বাঁচার জন্য সবার কাছে সহযোগিতা চাচ্ছেন ।

শুক্রবার সরেজমিনে উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাঁতী স্কুল পাড়া গ্রামে গেলে গ্রাম ও এলাকা বাসী জানায় খোকন চন্দ্র শীল ৪ শতক জায়গা কিনে ২ সন্তান সোনা চন্দ্র শীল ও মানিক চন্দ্র শীলকে নিয়ে বসবাস করা অবস্থায় মারা যায় । কিছু দিন পরে বড় ছেলে সোনা চন্দ্র শীল স্ত্রী আর দুই সন্তান রেখে মারা যায় । মানিক চন্দ্র শীল বড় ভাই মারা যাওয়ার পর নিজে বিয়ে না করে বৌদির সংসারের জাবতিয় খরচ চালাতে থাকে । বড় ভাই মারা যাওয়ার পর থেকেই ধিরে ধিরে শীতকালীন সময়ে মানিক পাগলামি শুরু করে । শীতকাল চলে গেলেই আবার ভালো হয়ে যায় । এ ভাবেই কেটে যায় কয়েক বছর । হঠাৎ গত এক বছর আগে ভাতিজা সজীব ও বৌদি দীপ্তি রাণী শীল মিলে মানিক চন্দ্র শীল এর পায়ে লোহার শিকল পরিয়ে ঘরের বারান্দায় বন্ধি করে । সময়মতো দেয় না খাবার, পায়না সঠিক চিকিৎসা । খাবার চাইলেই বৌদি ও ভাতিজা মিলে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় । তাকে সময়মতো খাবার ও সঠিক চিকিৎসা দিলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ।

এবিষয়ে ভাতিজা সজীব চন্দ্র শীল বলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভুয়া ও বানোয়াট । তার চাচা মানসিক রোগী হওয়ার পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোন প্রকার উন্নতি না হলে বর্তমানে রোগের মাত্রা বেড়ে যাওয়ায় বাড়ির মেয়েদের উপর ও পাড়া প্রতিবেশিদের মারধর করে। পথে-ঘাটে মেয়েদের দেখলে ঝাপটে ধরে । একপর্যায় বাধ্য হয়েই পায়ে শিকল পরিয়ে বেঁধে রেখেছি । তাকে পাবনা মানুষিক হাসপাতালের চিকিৎসক তন্ময় প্রকাশ দ্বারা চিকিৎসা করানো হচ্ছে।

এবিষয়ে ওই গ্রামের হিন্দু সমাজ প্রধান শ্রী নীল কোমল ঘোষ বলেন মানিক চন্দ্র শীল দীর্ঘ দিন ধরে মানসিক রোগী হিসেবে অসুস্থ হয়ে রয়েছেন । বর্তমানে তার অসুখ বেড়ে যাওয়ায় পাড়া প্রতিবেশির উপর মারধর শুরু করে এবং মহিলাদের দেখলে অসভ্যতা করে এজন্য তাকে শিকলে বেঁধে রেখে চিকিৎসা করাচ্ছেন তার ভাতিজা ।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৬/০৩/২০২৫