উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছে প্রার্থী ভোটারদের মাঝে আলোচনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কে হচ্ছেন প্রার্থী এই নিয়ে ভোটারদের মাঝে নানা আলোচনা চলছে । বিভিন্ন পেশার মানুষ তাদের কাজের ফাকে উপজেলার বিভিন্ন বাজারের চা-স্টলে বসে আলোচনায় মেতে উঠছে ।
এই আলোচনায় প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে এলাকায় কার জনপ্রিয়তা কেমন, রাজনৈতিক ও ব্যক্তি জীবনের পরিচিতি, বিগত দিনের কর্মকান্ড নিয়ে আলোচনা হচ্ছে । উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ঘরওয়ানার আলোচকদের আলোচনায় ৮ জনের নাম উঠে এসেছে ।
এরা হলেন – উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম মিল্টন,আওয়ামী লীগ নেতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নবী নেওয়াজ খান বিনু, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্রমাঝুরিয়া গ্রামের সারোয়ার হোসেন বাবু, চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন সরকার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছা সেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সরকার ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ