উল্লাপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সহ তিন জন গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সহ তিন জন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার রাতে এদেরকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে । ওইসব মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফগার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মারুফ সরকার । এদেরকে রোববার আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দিয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান, এদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। আদালত থেকে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।