উল্লাপাড়া

উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পে গড়ে উঠেছে পুষ্টি বাগান

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পংরৌহা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বসত বাড়ির আঙ্গিনায় বসতি পরিবারগুলো পুষ্টি বাগান গড়ে তুলেছেন । উপজেলা কৃষি বিভাগের সবধরনের সহযোগিতায় বিভিন্ন সবজী ফসলের আবাদ করেছেন । এ পরিবারগুলোর গৃহবধুরা সবজী ফসলের বাগানে শ্রম দিচ্ছেন ।

উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা আশ্রয়ণ প্রকল্পে দশটি পরিবার বসবাস করছেন। গত ২০২৩ সালের ২২ মার্চ পংরৌহা আশ্রয়ন প্রকল্পের বসত বাড়িগুলো প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গত ২২ মার্চ পুষ্টি বাগানের উদ্বোধন করা হয় । এ সময় প্রতিটি পরিবারকে এ বাগান গড়তে বিভিন্ন সবজী ফসলের বীজসহ কৃষি উপকরনের সহায়তা দেওয়া হয়েছে ।

সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি পরিবারের গড়া বাগানে নানা ধরণের সবজী ফসলে বেশ ভরপুর হয়ে আছে । এখানকার বসতি পরিবারগুলোর গৃহবধূরা এ পারিবারিক পুষ্টি বাগানের সবজী ফসলের আবাদে সকাল বিকেল কাজ করেন থাকেন ।
পংরৌহা আশ্রায়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের বসত ঘর পাওয়া জয়নব খাতুন বলেন তারা সকাল ও বিকেল সবজী ফসলের বাগানে দিনে দু’থেকে আড়াই ঘন্টা কাজ করেন । পরিবারের পরুষ সদস্যরা মাঝে মধ্যে তাদের এ কাজে সহযোগিতা করে থাকেন । তাদের আবাদ করা সবজীতে পরিবারের চাহিদা মিটায়েও হাট-বাজারে বিক্রি করে অর্থও উপার্জন করা হয় । কেউ কেউ গ্রামেবাসীর পাশাপাশি আত্নীয়দের বাড়িতেও পাঠাচ্ছেন । তিনি আরো জানান প্রধানমন্ত্রীর উপহারের বসত ঘর পেয়ে তারা খুবই খুশী হয়েছেন । সে ঘরেই বসত করে বরাদ্দের জায়গায় সবজী ফসলের আবাদ করে নিজেদের খাবার মেটাচ্ছেন । তারা বেশ আনন্দে দিন পার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন পংরৌহা আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগান গড়তে বিনামূল্যে বীজসহ কৃষি উপকরণ দেওয়া হয়েছে । পরিবারগুলোকে সবজী বাগান গড়তে উৎসাহ ও জমি তৈরী করে, বীজ বোনাসহ সব ধরণের পরামর্শ দেয়ার জন্য তিনি সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঝে মধ্যেই সেখানে যান । এছাড়া পরিবারগুলোকে দু-একটি করে ফলজ গাছ লাগানোয় উৎসাহ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৫/০৬/২০২৩