উল্লাপাড়ায় আলো-আঁধারি হোটেল-রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান,ভেঙ্গে দেন আপত্তিকর রুম গুলো
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় আলো-আঁধারি হোটেল-রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভেঙ্গে দেয়া হলো বিশেষ রুমগুলো, আপত্তিকর অবস্থায় কয়েকজনকে আটক । মুসলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় ।
বুধবার দুপুরে উল্লাপাড়ার সহাকারী কমিশনার (ভূমি) মোঃমাহবুব হাসান এসব হোটেল রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি পৌর শহরের শ্রিকোলায় গ্রীনচিলিস,,পুড়ান বাস স্ট্যান্ডের লাবন্য, লিপ্যালেস ও জনতা ব্যাংক সংলগ্ম আড্ডা রেষ্টুরেন্টে অভিযান চালায় । এ সময় আপত্তিকর অবস্থায় ৬জন শিক্ষার্থীকে আটক করেন। এসব শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেন। একই সাথে তিনি ওই সব হোটেল-রেষ্টুরেন্টে বিশেষ ভাবে তৈরি আলো-আঁধারি রুম গুলো ভেঙ্গে দেন এবং প্রতিটি হোটেল রেষ্টুরেন্টে গিয়ে এসব আপত্তিকর কর্মকান্ড বন্ধে কঠোর হুশিয়ারি দেন। এ সময় তার সংগে ছিলেন উল্লাপাড়া পৌর সভার সেনিটারি ইন্সপেক্টর আলী আহম্মদ রতন ও পুলিশ সদস্য বৃন্দ ।
উল্লাপাড়ার সহকারি কমিশনার(ভুমি) মোঃ মাহবুব হাসান জানান,কোন মতেই আপত্তিকর এই কর্মকান্ড চলতে দেয়া হবে না। এসব প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে । স্কুল-কলেজ চলাকালীন সময়ে ওই সব হোটেল-রেষ্টুরেন্টে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করতে না পারে হোটেল-রেষ্টুরেন্টের মালিকদের এ নির্দেশনা দিয়েছেন ।