উল্লাপাড়া

উল্লাপাড়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের মনোনীত এমপি পার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান ।
তিনি শুক্রবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার শিবপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম শরিফুল ইসলামের অসহায় পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন । এ সময় শরিফুলের ছোট্ট শিশুকে বুকে জরিয়ে ধরে আদর করেন তিনি ।

গত কয়েকদিন আগে উল্লাপাড়া পৌর এলাকার শীবপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন । তার মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর হতাশা । একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী ও একমাত্র ছোট্ট শিশু কন্যা ।

বিষয়টি জানতে পেরে পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান । এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বর্তমান ও ভবিষ্যতেও তাদের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন ।
এ সময় তিনি বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো । ইনশাআল্লাহ, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব।

এ সময় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহজাহান আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০২/০১/২০২৬