উল্লাপাড়ায় অনলাইন প্লাটফর্ম ALBD অ্যাপস এর উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের উল্লাপাড়া শাখার কেন্দ্রীয় তথ্যভান্ডার করার লক্ষে ও উপজেলা আওয়ামিলীগের সকল অঙ্গসংগঠনের নেতা, কর্মী, সদস্য, সমর্থকদের খুবই সহজে সংঘটিত হওয়ার প্রথম অনলাইন প্লাটফর্ম ALBD অ্যাপস এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
১৭ই মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী উদযাপন মঞ্চ থেকে সংসদ সদস্য জনাব তানভীর ইমাম উদ্বোধন করেন । এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন ।
ওই অ্যাপসে নিবন্ধন করে একে অপরের সাথে সহজেই সংযুক্ত হতে পারবে । বিভাগ, জেলা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের খুজে পাওয়ার অতি সহজ ব্যবস্থা করে দিবে এই প্লাটফর্ম এএলবিডি(ALBD) অ্যাপস ।
মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এই প্লাটফর্ম এ সবাই দ্রুত নিবন্ধন করে পরিপূর্ণ সুবিধা ভোগ করার নির্দেশ দেন। ওই অ্যাপ এর অন্যতম কিছু সুবিধার মধ্যে রয়েছে প্রত্যেক নিবন্ধনকারী নিবন্ধন করে ভেরিফাই করে তাৎক্ষনিক সদস্য সনদ ডাউনলোড করে নিতে পারবে। এখানে নিবন্ধন করতে https://www.albd.com.bd ভিজিট করতে হবে অথবা গুগল প্লেস্টোরে ALBD নামে খুজে পাওয়া যাবে। এছাড়াও প্রত্যেক ইউনিয়ন পরিষদ এ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার মাধ্যমেও এখানে নিবন্ধন করা যাবে।