উল্লাপাড়ায় অটোভ্যান ও লেগুনা মালিক-শ্রমিকদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ-মিছিল
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
মহাসড়কে অটো ভ্যান ও লেগুনা চলাচল করতে না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার অটো ভ্যান ও লেগুনার মালিক- শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ।
জানা যায় হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে উত্তরাঞ্চলের মহাসড়কের ৪ টি রুটে চলাচল কারি অটো ভ্যান-লেগুনা চলাচলের উপর নিষেধাজ্ঞা যারি করে প্রশাসন । এ নিষেধাজ্ঞার ফলে অটো ভ্যান-লেগুনা মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায় । এতে বেকার হয়ে পড়ে বহু শ্রমিক এনং তারা স্ত্রী-সন্তান নিয়ে মানবতার জীবন-যাপন করে আসছে । রবিবার সকাল ১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানার মুল ফটকের সামনে মহাসড়কে হাজার হাজার মালিক- শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
শ্রমিক নেতাদের দাবী মহাসড়কে তাদের এ যানবাহন গুলো চলাচল করতে না দেওয়ায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে। তাই তারা বাধ্য হয়ে পেটের তারনায় এ আন্দোলনে নেমেছেন । এ ঘটনা জানতে পেরে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জেড জেড তাজুল হুদা ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান এবং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ কারীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান। তারা আন্দোলন কারিদের বলেন মহাসড়কে থ্রী হুইলার চলাচলে সরকারী ভাবে নিষেধাজ্ঞা আছে৷। এ বিষয়টি নিয়ে প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলন কারীরা তাদের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কারিরা অবরোধ তুলে নেন । উল্লাপাড়া, সিরাজগঞ্জ