উল্লাপাড়া

উল্লাপাড়ায় অগ্রণী ব্যাংক শাখা স্হানান্তরিত,নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার  অগ্রণী ব্যাংক লিমিটেড উল্লাপাড়া শাখা, কালিমন্দির এলাকার ভবন  ত্যাগ করে   নতুন স্থানান্তরিত ভবন আকবর আলী সরকারি ডিগ্রী কলেজের দক্ষিণ   পার্শ্বের রাস্তার একটি ভবনের ২য় তলায়   আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিকে ওই অনুষ্ঠানের  উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড  রাজশাহী’র সার্কেল জিএম  মোঃ মাহফুজুর রহমান মিয়া।  এতে সভাপতিত্ব করেন, অগ্রণীব্যাংক লিমিটেড  উল্লাপাড়া শাখা’র ম্যানেজার  এস,এম কামরুজ্জামান । 

 বিশেষ অতিথি  হিসেবে উপস্হিত ছিলেন,  অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চলের  প্রধান  এস. এম জহিরুল ইসলাম,  অগ্রণী ব্যাংক লিমিটেড  এস,এস রোড, সিরাজগঞ্জ  শাখা’র  সহকারি মহাব্যবস্হাপক ও শাখা প্রধান মোঃ ফরিদুল হক প্রমুখ।   এ সময়  শাখার কর্মকর্তা বৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।