উল্লাপাড়াকে দেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেছেন,একের পর এক উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়া উপজেলাকে দেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে । উন্নয়ন অগ্রগতিতে বদলে দেওয়া হবে এ উপজেলার চিত্র । এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি । যার সিংহভাগ ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি। রোববার সকালে উল্লাপাড়া উপজেলার পৃথক ৩টি প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রকল্প ৩টি হলো-উপজেলার কয়ড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন উদ্বোধন, ভদ্রকোল থেকে গয়হাট্টা পর্যন্ত ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার রাস্তা প্রসস্ত করণ কাজের উদ্বোধন ও উপজেলার রাজমান ডিগ্রী কলেজে ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৪ তালা একাডেমিক ভবনের উদ্ভোধন। তানভীর ইমাম এমপি আরো বলেন,বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে পদ্মা সেতু,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন আমারাও পারি। মানুষের রায়ে এই সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই এসব করা সম্ভব হয়েছে। দেশে ধারাবাহিকভাবে রাস্তা-ঘাট,ব্রীজ-কালভাট সহ সার্বিক ভৌত অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে গ্রামের চিত্র। গ্রামগুলো হচ্ছে এখন শহর । গ্রামীণ রাস্তা-ঘাট সহ ভৌত অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হওয়ায় মানুষ আজ সহজেই এক স্থান থেকে অন্যস্থানে দ্রুত যাতায়াত করতে পারে। তিনি বলেন, বিগত মেয়াদে উল্লাপাড়ায় প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি। এবারও উল্লাপাড়ার প্রতিটি গ্রাম উন্নয়নের নানা উদ্যোগ হাতে নিয়েছি। ইতিমধ্যেই উল্লাপাড়ার বন্যা কবলিত তিনটি ইউনিয়নের রাস্তা ঘাট উন্নয়নে ৫০কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প হাতে নিয়েছি। একই সাথে উপজেলার বাকী ইউনিয়নগুলোর রাস্তা ঘাট মেরামতে আরো ৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। শিঘ্রই এসব প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। এগুলো বাস্তবায়ন হলে উল্লাপাড়ার সার্বিক চিত্র পাল্টে যাবে। উপজেলার রাজমান ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত প্রকল্প উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আরিফুল ইসলাম উজ্জল সহ প্রমুখ।