উলিপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক জেলের মৃত্যু
মোঃবুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখীর তান্ডবে গাছ চাপা পড়ে মমির উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে বযে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মমির উদ্দীন উপজলোর হাতয়িা ইউনিয়নের অনন্তপুর শ্যামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিন পেশায় একজন জেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঝড়ের সময় মমির উদ্দীন বাজার থেকে বাড়ি ফিরতে ছিলেন। এ সময় অনন্তপুর কুমার পাড়ার কাছে পৌঁছলে ঝড়ের আঘাতে একটি ইউক্লিপ্টাস গাছ ভেঙে মমির উদ্দীনের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, স্থানীয়রা ওই ব্যক্তিকে হাসপাতালের আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
ওসি ইমুতিয়াজ কবির জানান, নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রাতে বয়ে যাওয়া ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ক্ষয়ক্ষতি ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে অন্য কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।