উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) গোলাম রহমান।বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, এস আই মাজেদুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মো: মহসীন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ, সদস্য হাদিউল হৃদয় প্রমূখ। মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার গোলাম রহমান বলেন, দূর্গোৎসব সুষ্ঠু ও নিবিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এর আগে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।