সারাদেশ

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ পর্যায়) নির্বাচিত হলেন-প্রদীপ কুমার দাস

 

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত “খোলাহাটি ডিগ্রী কলেজ”এর সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ) প্রদীপ কুমার দাস পার্বতীপুর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষ্যে পার্বতীপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

উপজেলা প্রশাসন বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়ার ব্যবহারসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেছে।

শিক্ষকতা পেশায় তিনি শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক, নিরীক্ষক, প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন এর দায়িত্বও পালন করছেন।

শ্রেষ্ট শ্রেণী শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে “খোলাহাটি ডিগ্রী কলেজ” এর সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস বলেন, থানা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন “খোলাহাটি ডিগ্রী কলেজ” এর সকলের।

তিনি আরও বলেন, থানা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। খোলাহাটি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস “খোলাহাটি ডিগ্রী কলেজ” এ প্রভাষক পদে ১৯৯৯ সালে যোগদান করেন। ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

মোঃ বুলবুল ইসলাম