উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবুল হোসেনের গনসংযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-জামালপুরের সরিষাবাড়ীতে প্রার্থী
আ’লীগ নেতা আলহাজ আবুল হোসেনের গনসংযোগ অব্যাহত রেখেছেন। উপজেলার বিভিন্ন গ্রাম-শহরে গনসংযোগ করায় জনগনের নিকট সাড়াও পাচ্ছেন বলে ভোটারগন মত প্রকাশ করছেন।চা-দোকানে ,বিভিন্ন স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলহাজ মোঃ আবুল হোসেন সৎ যোগ্য জনকল্যান মূলক কাজে নিবেদীত একজন প্রাথী। তাই তাকে দেখতে চাচ্ছেন জনগন। সোমবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা,খালেকের মোড়ে.রায়দের পাড়া বাজার,কুঠির হাট খোলা বাজার ও পিংনা ইউনিয়নের পিংনা বাজার,গোপালগঞ্জ বাজার,কুমার পাড়া,আমতলা মোড়,বারইপটল এলাকায় এ গনসংযোগ করেছেন।গনসংযোগে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন জনগনের নিকট।গনসংযোগে কালে উপস্থিত ছিলেন-উপজেলা আ,লীগের উপদেষ্টা প্রদীপ কুমার পাল, ডোয়াইল ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক অজয় ভৌমিক,পোগলদিঘা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল ,ওয়ার্ড় আলীগের সভাপতি জালাল উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সবুজ,যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সোহেল রানা প্রমূখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।