উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় সাইদুর রহমান কে ফুল দিয়ে বরণ
লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটিতে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাধাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা উত্তর মধুরাপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ সাইদুর রহমান মহুরী।
চলতি বছরের গত ১৪ ফেব্রয়ারিতে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রায় ছয় মাস পর গত ১৮ নভেম্বরে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নবনির্বাচিত হওয়ায় সাইদুর রহমান কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক মাসুদ, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকে।
এসময় সাইদুর রহমান বলেন আমাকে উপজেলা কমিটিতে কার্যকরী সদস্য করার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারন সম্পাদক কে ধন্যবাদ জানাচ্ছি।