উপজেলায় মনোনয়ন পেলেন কাজীপুরের আওয়ামীলীগের তৃণমূলের নেতা খলিলুর রহমান সিরাজী ।
আজিজুর রহমান মুন্না,
সিরাজগঞ্জ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৃণমূল নেতা খলিলুর রহমান সিরাজী। তৃণমূলের ভোটে জয়লাভের পর এবার পেলেন চূড়ান্ত মনোনয়ন। শনিবার (৯ ফেব্রুয়ারী-২০১৯)কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত তালিকায় তিনি মনোনীত হয়েছেন। এদিকে নাম ঘোষিত হবার পরেই কাজিপুরের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী ইমেজ তৈরি হয়েছে। তৃণমূলের ভোটে বিজয়ী হওয়ার পরে থেকেই খলিলুর রহমান সিরাজী কাজিপুরের চর-বিড়া সর্বত্র গণসংযোগ করে সাধারন মানুষের মন জয় করার চেষ্টা করেন। শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নেতা মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয়ের আশীর্বাদে কাজিপুরবাসী আমাকে ভালোবেসে যে স্থানে নিয়ে এসেছে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের ভালোবাসা যেন চিরদিন টিকিয়ে রাখতে পারি।’ এসময় তিনি উপজেলার সাধারণ মানুষকে তার পাশে থাকার অনুরোধ জানান।