উন্নয়নের রোল মডেল হিসেবে সরিষাবাড়ী দেখতে চাই-স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
উন্নয়ন,আর্দশ,সন্ত্রাস মুক্ত ,উন্নয়নের রোল মডেল হবে সরিষাবাড়ী। দেখতে চাই
দূনিতী মুক্ত সু শাষনে। যেখানে মাদক সন্ত্রাস, জামাত বিএনপি নামক সন্ত্রাসী মাথা উচু করে দাড়াতে পারবেনা। যে সরিষাবাড়ীকে অন্যরা অনুসরন করবে। আমরা যেন আঙ্গুল তুলে দেখিয়ে দিতে পারি এ জনপদ শ্রেষ্ট। সে স্বপ্নই আমি দেখি।আওয়ামীলীগ সরকার যা বলে তা বাস্তবয়ন কর্ধেসঢ়;।তাই উন্নয়নের রোল মড়েল স্বপ্নের সরিষাবাড়ী হিসবে দেখতে চাই।আমি আওয়ামীলীগের একজন কর্মী,আমি প্রতিমন্ত্রী নই,এ জনপদের প্রত্যক নাগরিকই প্রতিমন্ত্রী। কথাগুলো -স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ড়াঃ মুরাদ হাসান শনিবার সন্ধায় পোগলদিঘা
ডিগ্রী কলেজ আয়োজিত নতুন চারতলা বিশিষ্ট ভবনের শুভ উদ্ভোধন,ছাত্র/শিক্ষক,অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য এ সব কথা বলেন।সুধী সমাবেশে পোগলদিঘা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ মহেছেনা খাতুন স্বাগত বক্তব্য রাখেন
প্রধান অতিথী হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ড়াঃ মুরাদ হাসান বক্তব্য রাখেন।বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান নকলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ সহ বীর মুক্তিযোদ্ধা ও দলীয় অঙ্গ,সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন এদিকে সরিষাবাড়ী পৌর সভার এডিপির বরাদ্ধে শিমলা বাজার বাস ষ্ট্যান্ড হতে মুকুলের বাড়ী হয়ে শিমলা পল্লী পূর্বপাড়া মসজিদ পর্যন্ত ৬৩৫ মিটার রাস্তা ১৩ লক্ষ ১হাজার ৩শত ৫২ টাকা ব্যায়ে কর্পেটিং দ্বারা পুণঃ নির্মান ও গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের শিমলা বাজার আমতলা হতে বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত ২০৭০ মিটার রাস্তা ৫৮ লক্ষ ৪৯ হাজার ৮শত ৯৫ টাকায় আর সিসি দ্বারা উন্নয়ন এবং পৌরসভা কার্যালয় হতে বলার দিয়ার চান্দার মোড় পর্যন্ত ২২২০মিটার রাস্তা ৬৬ লক্ষ ৫৫ হাজার ৬শত ৫১ টাকায় কার্পেটিং দ্বারা পুনঃ নির্মান কজের উদ্ভোধন করেন উদ্ভোধন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ড়াঃ মুরাদ হাসান এর পিতা প্রয়াত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ম্যুরালের ফলক উন্মোচন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,পৌর সভার মেয়র রুকুনুজ্জামান,জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।