উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রায় ভোগান্তির নাম সিরাজগঞ্জের মহাসড়ক, কখনো কচ্ছপগতি, কখনো যানজট

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

উত্তরবঙ্গগামী মানুষজন ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়ক এলাকায় এসে পড়েছেন বেশ ভোগান্তিতে। যানযট নিরসনে মহাসড়কে পুলিশের তৎপরতা ও নিরলসভাবে কাজ করে যাবার পরেও অতিরিক্ত গাড়ির চাপে কয়েক কিলোমিটার মহাসড়ক পার হতেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কখনো তীব্র যানজট আবার কখনো ধীরগতি এভাবেই চলছে যাত্রীবাহী সকল যানবাহন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু ও পশ্চিম মহাসড়কে শনিবার সকালের দিকে ফাঁকা থাকলেও এরপর তীব্র যানজট দেখা দেয়। তবে দুপুরের পর থেক কিছুটা ধীর গতিতে হলেও গাড়ি চলছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডারমোড় পাঁচলিয়া, নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, ঈদে ঘরে ফেরা যাত্রীবাহী বাস ও ট্রাকের বেশ চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে ধীর গতিতে চলছে গাড়িগুলো।

আবার কিছুক্ষণ পর পরই সৃষ্টি হচ্ছে হালকা যানজট। স্থানীয় ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানাযায়, শনিবার সকাল ৮টা থেকে রাস্তা ফাঁকা ছিল। তবে তারপর থেকে মহাসড়কের দু’টি লেনে তীব্র যানজট তৈরি হয়। কয়েক হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। দুপুর ১২টার পর থেকে যানজট কিছুটা কমতে থাকে। তারপরও ঢাকা-উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে যানযটের সৃষ্টি হচ্ছে আবার কখনো ধীরগতিতে চলছে গাড়ি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সেতুর গোলচত্বর এলাকা স্বাভাবিক থাকলেও কড্ডার মোড়ের পর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি রয়েছে। তবে গাড়ি একেবারে থেমে নাই। কখনো যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত সেটা নিরসনের চেষ্টা করছে। সরেজমিনেও ঘুরে দেখা গেছে মহাসড়কের যানযট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.