ঈদের বাজারে তাঁত ব্যবসায়ীদের দুর্দিন ৪৮ হাজার তাঁত শ্রমিক বেকার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
ঈদের বাজারে তাঁত শাড়ির মুল্য না থাকায় উল্লাপাড়ার তাঁত ব্যবসায়ীদের দুর্দিন চলছে । তাঁত শাড়ি বিক্রি করতে না পাড়ায় অনেক তাঁত ব্যবসায়ী তাঁত বন্ধ করে দেওয়ায় প্রায় ৪৮ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পরেছে । তাঁত শাড়ি বিক্রি করে শ্রমিকদের মজুরি দিতে পারছে না তাঁত মালিকেরা । শাড়ির উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মুল্য কম হওয়ায় উৎপাদন বন্ধ করে দিতে হচ্ছে তাঁত মালিকদের । করোনা কালীন সময়ে বাজারে রং – সুতার দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে । করোনা প্রতিরোধে দেশ ব্যাপি লক ডাউন থাকায় হাট-বাজারে ব্যাপারি-পাইকার না আসায় কেনা-বেচা হচ্ছে না ।
স্থানিয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে । সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি, দাদরপুর, বাবলাপাড়া, ইসলামপুর, পাইকপাড়া ও পাচিলা গ্রামের প্রায় ৫ হাজার পরিবার তাঁত ব্যবসায়ীর সাথে জরিত রয়েছে । ওই ব্যবসায়ীদের প্রায় ২২ হাজার তাঁত রয়েছে । ওই ২২ হাজার তাঁতকে ঘিরে প্রায় ৬৬ হাজার তাঁত শ্রমিক জীবিকা নির্বাহ করতো ।
করোনার প্রথম ধাপে লকডাউনে কাপড়ের দর না থাকায় লোকসান দিয়ে বিক্রি করায় তারা সয়সম্বল হারিয়ে বসে । ফলে তাঁত ব্যবসায়ীরা প্রায় ৪ হাজার তাঁত বন্ধ করে দেয় । এতে ১২ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পরে । পুনরায় তাঁত ব্যবসায়ীরা ঋৃণ করে ১৮ হাজার তাঁত চালু করে ঘুড়ে দাড়াতে চাইলে করোনার দ্বিতীয় ধাপ তাদের সেই আসা লন্ডভন্ড করে দিচ্ছে । চলতি লকডাউনে রং-সুতার দাম শতকরা ৪০% বৃদ্ধি পাওয়ায় শাড়ি কাপড়ের উৎপাদন খরচ বেড়ে গেছে। বিক্রি করতে গিয়ে লকডাউনে হাট- বাজারে ব্যাপারি- পাইকার না থাকায় লোকসান দিয়ে কাপড় বিক্রয় করতে হচ্ছে । এ লোকসান থেকে বাঁচার জন্য তাঁত ব্যবসায়ীরা প্রায় অর্ধেক তাঁত বন্ধ করে দিয়েছে । এতে প্রায় ৩৬ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে ।
তাঁত শ্রমিক -বেল্লাল হোসেন, ঠান্ডু মিয়া ও মোঃ মোতাহার আলী জানায় – করোনার মহামারিতে দেশজুরে লকডাউন থাকার কারনে তাঁত মালিকেরা কাপড় বিক্রি করতে না পারায় তাঁত বন্ধ করে দিয়েছে । এতে কয়েক হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পরেছে । দু/ এক জন মালিক তাঁত চালু রাখলেও কাপড়ের দাম না থাকায় মজুরি কমিয়ে দিয়েছে । এতে হাজার হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পরেছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে । উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামের তাঁত ফ্যাক্টোরির মালিক- মোঃ ওজেদ আলী জানায় দেশ জুরে লকডাউনের কারনে কিছু অসৎ রং ও সুতা ব্যবসায়ী রং ও সুতার দাম শতকরা ৪০% বাড়িয়ে বিক্রি করছে । লকডাউন ও রং- সুতার দাম বৃদ্ধি পাওয়ায় নিজের ২০টি তাঁত বন্ধ করে দিয়েছি ।
সৈকোত হোসেন জানান বাজারে রং-সুতার মুল্য বেশি কিন্তু কাপড়ের দাম কম হওয়ায় তাঁত ব্যবসাইরা লোকশানে পরেছে । এক পিছ হাইব্রীট শাড়ী বোনাতে-২৫০ টাকা খরচ হয় । বাজারে তা বর্তমানে ২০০টাকায় বিক্রয় করতে হচ্ছে । পার পিছে ৫০টাকা করে লোকশান হচ্ছে । তাই তাঁত বন্ধ রাখতে হচ্ছে ।
এ ব্যাপারে উল্লাপাড়া তাঁত বর্ডের লিয়াজো কর্মকর্তা জায়দুর রহমান জানান উপজেলার ৫ হাজার তাঁতি পরিবারের ২২ হাজার তাঁত রয়েছে । এর মধ্য থেকে ১৮ হাজার তাঁত চালু ছিলো । করোনার এই মহামারিতে প্রায় ৫ হাজার তাঁত বন্ধ হয়ে প্রায় ১৫ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পরেছে । এদের মাঝে প্রথম ধাপে সরকারিভাবে সাহায্য- সহযোগিতা দেওয়া হয়েছিলো । দ্বিতীয় ধাপে তাদের সাহায্য-সহযোগীতা দেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে ।