সিরাজগঞ্জ

ইসাবেলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলা শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইসাবেলা ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বই মেলার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ৫ টা শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়াম সংলগ্ন তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সচিব,রেলপথ মন্ত্রণালয় ড. মো: হুমায়ুন কবীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর বিন- আনোয়ার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমূখ।

এ সময় বক্তৃতারা বলের শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তাই সবার বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। মুক্তিযুদ্ধ, ইতিহাস,শিশুতোষ ও সংস্কৃতি সমৃদ্ধ, বিভিন্ন ধরনের লেখা বই ষ্টলে প্রদর্শন করা হয়। এর সাথে গ্রাম বাংলা ঐতিহ্য বিভিন্ন ধরনের পিঠাও প্রদর্শন করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও ইসাবেলা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এমন অনুষ্ঠান আয়োজন করা জন্য।