ইসলামিয়া সরকারি কলেজে বাংলা বর্ষবরণ উৎসব পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
ইসলামিয়া সরকারী কলেজ সিরাজগঞ্জের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ পালন করেছে। বর্ষবরণ অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিলো বৈশাখে প্রথম প্রহরে প্রায় ৬শত শিক্ষার্থীদের মাঝে বৈশাখী উৎসবের গেঞ্জি বিতরণ। বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রা, পান্তা ভাতে আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. এস আই এম এ রাজ্জাক উৎযাপন কমিটির আহবায়ক শহীদুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদস্য আবুল বাশার, মাহমুদুল আলম খান, রুহুল আমীন প্রভাষক, সহকারী অধ্যাপক মোঃ রিপন সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ শেষে এক বর্ণাঢ্য র্যালি কলেজ প্রাঙ্গল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে। এর পর বাঙ্গালীর আপ্যায়নে খাদ্য পান্তাভাতে আয়োজন করে। আপ্যায়ন শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে পল্লীগীতি, লালনগীতি, দেশগানসহ নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীগণ।