ইভটিজিং: তাড়াশে আটক ১
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে মজিবুর রহমান (৩৬) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৭। আটককৃত হলেন- উপজেলার ভাদ্রাস পশ্চিমপাড়া আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান (৩৬)।থানা সূত্রে জানা যায়, মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈদয়পুর গ্রামের রজব আলীর মেয়েকে ফোন করে প্রেমের প্রস্তাবের মাধ্যমে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত।
২৮ জুন বিকালে হাটিকুমরুল মহাসড়কে ১০ নম্বর ব্রিজে পরিবারের সাথে বেড়াতে গেলে মজিবুর রহমান সেখানে মেয়েটির ছবি তুলতে এবং উত্ত্যক্ত করে। এসময় পরিবারের লোকজন তাড়াশ থানা পুলিশকে ফোনে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মজিবুর রহমান কে আটক করে। এবিষয়ে মুঠোফোনে তথ্য জানতে চাইলে মাগুড়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল তথ্য গোপন করেন। তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও কোন তথ্য দিতে রাজি হননি। তাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত আসামী মজিবুর রহমানকে শনিবার (২৯ জুন) সকালে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।