তাড়াশ

ইউপি চেয়ারম্যান বাবুল শেখের বিরুদ্ধে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগ।

রোববার সকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হক বলেন, গত ১৫ নভেম্বর তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে তথ্য পরিবেশন করেছেন তা মিথ্যা ও বিভ্রান্তিকর।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ডা. আব্দুল আজিজের সততা ও গুনাবলীর জন্য শেখ হাসিনা তাকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে তাড়াশ -রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় দলকে সুসংগঠিত করেছেন। বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে তিনি এ সংসদীয় আসনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সুনাম নষ্ট করার জন্য চেয়ারম্যান বাবুল শেখ সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। এ ব্যাপারে তাড়াশ উপজেলা আওয়ামলীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এছাড়া তাড়াশ উপজেলা আওয়ামীলীগ চেয়ারম্যান বাবুল শেখের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি মির্জা আকবর আলী , সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রজত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী কিরণ, মহিলা আ’লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান প্রমুখ।