সিরাজগঞ্জ

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক -অবহিতকরণ কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি :মাকসুদা খাতুন

২২ সেপ্টেম্বর ২০১৮ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা”য় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাঃ সুলতান মোঃ শামছুজ্জামান, লাইন ডাইরেক্টর (এমএনসি এন্ড এ এইচ),স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা,ডাঃ মোহাম্মাদ শরীফ পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ),পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিভিল সার্জন ডাঃ কাজি শামীম হোসেন, ডাঃ জহুরুল হক রাজা অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব দানের কথা বলেছেন, প্রসব সেবায় যেন কোন অবহেলা না হয় সে বিষয়ে সকল কর্মকর্তাদের অবহিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ মো আয়নুল হক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ, সিরাজগঞ্জ। ব্যবস্থাপনায় ছিলেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,ঢাকা।