“আলোর পথে সিরাজগঞ্জ” এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং এর ক্যাম্পেইন অনুষ্ঠিত!
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ ও রক্তদানের নানান দিক সম্পর্কে অবগত করার লক্ষে “আলোর পথে সিরাজগঞ্জ” এর উদ্যোগে ও আল-রাজী ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে সিরাজগঞ্জ এর উল্লাপাড়া উপজেলার রাজমান উচ্চ বিদ্যালয় ও রাজমান কলেজে অনুষ্ঠিত হলো ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন ক্যাম্পেইন। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সবাইকে মানবতার পথে আরেকধাপ এগিয়ে নিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজনকারী কতৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা যায় একদল তরুণ ব্যাস্ত সময় পার করছেন ফ্রীতে সবার ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করা নিয়ে।
উপজেলা প্রশাসন, উল্লাপাড়া ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কলেজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এমন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আলোর পথে সিরাজগঞ্জ মূলত এলটি স্বেচ্ছাসেবী সংগঠন যা অনলাইনে ফেইবুকের একটি গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হয়। আর এদের স্বল্প সদস্যদের স্বেচ্ছায় দেয়া কিছু আর্থিক অনুদান ও পরিশ্রমের মাধ্যমেই সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেই সংগে মাঝে মধ্যে যুক্ত হয় কিছু মানবতা প্রেমীর স্বল্প আর্থিক অনুদান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আল-রাজী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ ফারুক আহমেদ। তিনি সার্বিক দিকে দিক নির্দেশনা দিয়ে কার্যক্রম কে এগিয়ে নেন। সরেজমিনে কথা হয় সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য অনেক সদস্যদের সংগে। তারা জানান আমাদের সকল সদস্যের আপ্রাণ চেষ্টা, সব সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সবার সার্বিক সহযোগিতা ও সার্বিক দিক নির্দেশনায় আমরা এমন একটি উদ্যোগ নেই। আমরা এখানে প্রায় ২০০ জনের ব্লাড গ্রুপিং সম্পন্ন করলাম & রক্তদানে অনুপ্রাণিত করলাম। আমরা এর আগেও ব্লাড গ্রুপিং, গরীব দুঃখী দের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরন, মানবতার দেয়াল সহ অনেকগুলি সমাজ কল্যাণ মূলক কাজ করেছি। সেই সংগে রক্তদানের মতো মহৎ কাজ সর্বদাই চলছে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা সামনে আরো এগিয়ে যাবো আশা করছি। আলোর পথে সিরাজগঞ্জ নির্দিধায় এবং নিঃসন্দেহে তাদের ক্ষুদ্র প্রয়াসে সমাজের উন্নয়নে মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।
তাদের মূল লক্ষ্য ফেইসবুক কে ভালো কাজে অনুপ্রাণিত করে সমাজ ও দেশের জন্য কিছু করা। সবার সার্বিক সহযোগিতা ও ভালো দিক নির্দেশনা পেলে এই সংগঠনের ক্ষুদ্র চেষ্টা গুলো হয়তো একদিন পূর্নতা পাবে এমনই আশা সকলের।