আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা কলেজে আসেন। সে সময় তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। এরপর সাধারণ সভায় সভাপতি কলেজের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে আগামীতে কলেজটির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের মধ্যে বক্তব্য রাখেন হিতৈষী সদস্য লুৎফর রহমান, অভিভাবক সদস্য মজিবুর রহমান শেখ, বিদ্যুৎসাহী সদস্য জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সাবেরা সুলতানা তিথি।
এরপর পরিচালনা কমিটির সদস্যগণ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় সভাপতি কলেজে প্রকৃত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং আগামীতে ভালো ফলাফল অর্জন করার পথে শিক্ষকদের আরও মনোযোগী হবার পরামর্শ দেন।
মোঃ আশরাফুল আলম, কাজীপুর, সিরাজগঞ্জ
৪-৯-২০২৫,
