আন্তর্জাতিক অভিবাসী দিবসে সর্বোচ্চ রেমিটেন্সের জন্য সন্মাননা পেলেন মোঃ মুকুল
মোঃ হোসেন আলী ছোট্ট ঃ
” প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট চত্বর থেকে শহিদ শামসুদ্দিন গেইট প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ। এর আগে র্যালি ও
ফেস্টুন বেলুন উড়িয়ে ফিতা কেটে অভিবাসী দিবস মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বর্ণাঢ্য র্যালি শেষে
অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার ( ১৮ ডিসেম্বর) সকালে অফিসার্স ক্লাবে, জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রক্টর ও পিডিও ইনচার্জ মোঃ সোহেল রানা ( নয়ন),
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসে জানুয়ারি ২০২৪ হতে নভেম্বর ২০২৪ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক পিএলসি
সর্ব্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সম্মাননা প্রথম স্থান গ্রহণকারী প্রবাসী মোঃ মকবুল হোসেন, এর পক্ষে সন্মাননা স্মারক স্মারক গ্রহণ করেন ভাগ্নে সজিব আহমেদ মনিরকে এ প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত্য শারলীন রাজ্জাক,
অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শামছুল আযম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজবার আলী, মেরিন ইন্সটিটিউট অব টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ মো জয়নাল আবেদীন,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ( প্রবাসী)শরিফুল ইসলাম শিমুল, সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখার এজিএম মোঃ সাজেদুল কবীর,
সিরাজগঞ্জ গণ উনয়ন কেন্দ্র ( জিইকে) এফ এস টি আই পি প্রকল্প প্রজেক্ট অফিসার মোঃ মুশকুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইচ উদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জে কম্পিউটার অপারেটর আল নূর,
উল্লেখ্যঃ এছাড়াও আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জানুয়ারি ২০২৪ হতে নভেম্বর ২০২৪ পর্যন্ত সর্ব্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ৩ জন প্রবাসী সমাননা প্রদান করা হয়। এরা হলেন, ন্যাশনাল ব্যাংক পিএলসি প্রথম স্থান, গ্রহণকারী মোঃ মকবুল হোসেন, জনতা ব্যাংক পিএলসি দ্বিতীয় স্থান অর্জনকারী মোঃ আব্দুর রহমান, ইসলামিক ব্যাংক পিএলসি তৃতীয় স্থান অর্জনকারী মোছাঃ আফরিনা, । সর্বোচ্চ রেমিটেন্স আহরণ কারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগ প্রথম স্থান অর্জন করে, এবং দ্বিতীয় স্থান অধিকারী জনতা ব্যাংক পি এলসি,
সোনালী ব্যাংক পিএলসি তৃতীয় স্থান অর্জন করে।