আজ মুকুল মোস্তাফিজ-এর শুভ জন্মদিন
আজ ১৯ জানুয়ারি জাবাচি ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলার পন্য (জাপান) ও জাবাচি আল-খামিছ নিহঙ্গ সেন্টারের সি.ই.ও মুকুল মোস্তাফিজ-এর জন্মদিন।
জন্ম ১৯ জানুয়ারি ১৯৬৫, সিরাজগঞ্জে। বাবা ফরহাদ হোসেন ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ‘আজাদ হিন্দ ফৌজ’-এর সক্রিয় কর্মী, সমাজ সংস্কারক এবং খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদ-এর ত্রিশ বছরের সফল চেয়ারম্যান। মা মাহমুদা খাতুন একজন সমাজহিতৈষিণী। বাংলা সাহিত্যের দ্রোহ ও প্রেমের কবি মোহন রায়হান তার অগ্রজ সহোদর।
১৯৮৮ সালে ভাষা শিক্ষা কোর্সের ছাত্র হিসেবে জাপানে আগমন। তারপর বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি তুলে ধরতে স্থায়ী আবাস গড়েন জাপানে। টোকিওর ‘জাপান রেলওয়ে’-এর কোমাগোমে স্টেশন সংলগ্ন শপিং স্ট্রিটে প্রতিষ্ঠা করেন ‘বাংলার পণ্য’ বিপনি বিতান। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্তশিল্প, চামড়া শিল্প, বাঁশ ও বেত শিল্পকে জাপানে পরিচিত করা এবং ব্যাপক প্রসার ঘটানোই এই বিপণির লক্ষ্য।
জাপান-বাংলাদেশ ব্যবসায়ীক সেতু বন্ধনে তার ঐকান্তিক প্রচেষ্টায় করনাকালীন দুর্যোগপূর্ণ সময়েও জাপানের শ্রমবাজারে নয়জন শ্রমিক প্রেরণে সফলতার স্বাক্ষর রেখেছেন।
দূরন্ত তারুণ্যেই হাতেখড়ি ছড়া, কবিতা লেখা-লেখি ও সাংস্কৃতিক কর্মকাÐে। অষ্টম শ্রেণিতে পড়াকালীন নিজ এলাকায় গড়ে তোলেন ফুটবল টিম ‘কালবৈশাখী ক্রীড়াচক্র’। ‘জাতীয় কবিতা পরিষদ’-এর জাপান শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ‘ঢাকা পদাতিক’-এ থিয়েটার চর্চা এবং সেইসাথে এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। ‘কণ্ঠশীলন’, ‘স্বরশ্রæতি’ ও ‘মুক্তকণ্ঠ’-এর সাথে জড়িত থেকে আবৃত্তি চর্চা করেছেন দীর্ঘদিন। জাপান থেকে প্রকাশিত প্রবাসী বাংলাদেশীদের মুখপত্র ‘বাংলার মুখ’ নামক দ্বি-মাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
জাপান, বাংলাদেশ, চীন ও ইন্ডিয়া এই চার দেশের নামের আদ্যাক্ষর নিয়ে ২০০৭ সালে টোকিওতে আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘জাবাচি ইন্টারন্যাশনাল’ এবং ২০১৫ সালে ঢাকায় ‘জাবাচি আল-খামিছ নিহঙ্গ সেন্টার’ প্রতিষ্ঠা করেন। তিনি ‘জাপান-বাংলাদেশ বিজনেস স্টাডি সেন্টার’র চেয়ারম্যান, ‘টোকিও বইমেলা কমিটি’র বর্তমান ট্রেজারার এবং ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম, জাপান’-এর সক্রিয় সদস্য।