আজ উল্লাপাড়া চলনবিলের মাজ দিয়ে নবনির্মিত সাড়ে ১৬ কিঃমিঃ সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহর শ্যামলীপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ১৮ ফিট প্রশস্থ নবনির্মীত সাড়ে ১৬ কিঃ মিঃ জেলা সড়ক উদ্বোধন করা হবে ।
আজ (২১ ডিসেম্বর) বুধবার বেলা ১০ টায় ওই নবনির্মীত সড়কটি ভারচুয়ালী ভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উদ্বোধনের মধ্যদিয়ে উল্লাপাড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ৪ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষাধীক মানুষের দীর্ঘদিনের দাবী আজ বাস্তবায়ীত হচ্ছে । এ সড়ক নির্মাণের কারনে চলনবিল অধ্যুষিত ওই সব ইউনিয়নের মানুষের সহজ যাতায়েত নিশ্চিতের পাশাপাশি প্রতিটি গ্রামেই এখন শহরের সকল সুযোগ সুবিধা মিলবে । মানুষের জীবনে লাগবে পরিবর্তনের ছোঁয়া। গতিশীল আর শক্তিশালী হবে এখানকার কৃষি অর্থনীতি। উদ্বোধনের আগেই ওই সড়কটি হয়ে উঠেছে ভ্রমন পিপাসুদের প্রিয়স্থান।
উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত সাড়ে ১৬ কিঃ মিঃ জেলা সড়কটি দীর্ঘদিন ধরে বিপর্যস্থ ছিল। এই সড়কের পাঙ্গাসী বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিঃমিঃ পথ এতটাই খারাপ ছিল সেখানে যানবাহন তো দুরের কথা স্বাভাবিক চলাচলই কঠিন হয়ে পড়েছিলো। এই সড়ক পথে কৃষি ও গবাদিপশু সমৃদ্ধ ৪ টি ইউনিয়ন কয়ড়া,মোহনপুর,বড়পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষের নিত্য দিনের যাতায়াত । বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনে একাধিক জনপ্রতিনিধি সড়কটি উন্নয়নে প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি কখনো। এতে এসব ইউনিয়নের মানুষের মনে দুঃখের কোন শেষ ছিল না। সড়কটির খারাপ অবস্থার কারনে এলাকার কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া যেত না। কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য হাটে বাজারে সঠিক মূল্যে বিক্রি করতে পারতো না। সার বীজ নিতে পারতো না। গবাদিপশু মালিকরা তাদের খামারে উৎপাদিত দুগ্ধ ভালভাবে মিল কারখানায় নিতে পারতো না। এমনকি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মালপত্রও পৌছানো যেতো না এসব এলাকায়। বিপর্যস্ত সড়কের কারনে স্থবির হয়ে পড়েছিল এখানকার কৃষি অর্থনীতি ও মানুষের স্বাভাবিক চলাচল।
বিগত সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেভাবেই হোক তিনি এই সড়কটি সংস্কার সহ এর আধুনিক রুপ দিবেন। তিনি সেই কথা রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিটি গ্রাম হবে শহর। তার বাস্তব রুপ দিতে তিনি সার্বিক প্রচেষ্টা চালিয়ে চলতি বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে দুই ধাপে প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে সড়কটি পুরো সংস্কার করিয়েছেন। চলনবিলের বুক চিরে ৪ টি ইউনিয়নের মানুষের স্বপ্নের সড়টি পুরো সংস্কার সহ আধুনিক রুপ দেয়া হয়েছে। বন্যার ক্ষতিগ্রস্থের হাত থেকে রক্ষায় সড়কটির দুই পাশে সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেয়া হয়েছে। চলনবিলের বুক চিরে আঁকা-বাঁকা নান্দনিক এই সড়কটি সংস্কারে মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ যেমন দুর হয়েছে তেমনি উদ্বোধনের আগেই এই এলাকা এখন পর্যটন এলাকা হিসেবে ভ্রমন পিপাসুদের কাছে স্থান পেয়েছে।
প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ যে কোন সময় যানবাহনে চড়ে সড়ক পথে শহরে আসা যাওয়া ও মালামাল আনা নেয়া করতে পারছে। এখানকার প্রতিটি গ্রামে লেগেছে শহরের ছোঁয়া। গ্রামের হাট বাজারেই মিলছে শহরের সকল সুযোগ সুবিধা। মানুষের জীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। যা পূর্বে কখনো চিন্তাও করা যেত না। একটি সড়ক বদলে দিয়েছে ৪ টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষের জীবন। এতে খুশি এসব এলাকার মানুষ । গতিশীল আর শক্তিশালী হয়েছে এসব এলাকার গ্রামীণ অর্থনীতি। নান্দনিক এই সড়কটি ইতিমধ্যে ভ্রমন পিপাসু মানুষের কাছে প্রিয় স্থান হিসেবে রুপ লাভ করেছে। আঁকা বাঁকা সড়কটির চারদিকের মাঠ এখন সরিষা ফুলে ভরা। বর্ষা মৌসুমে দুই দিকে ছুটে চলে অংখ্যা ছোট বড় নৌকা। মাথার উপর নীল আকাশ,আর মুক্ত প্রাকৃতিক সুন্দর্যের কারনে এটি এখন পর্যটন এলাকায় রুপ লাভ করতে যাচ্ছে।
রাস্তাটির নির্মাণ বিষয়ে উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম জানান,মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব এবং প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতেই অগ্রাধিকার দিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। সড়কটি সংস্কার হওয়ায় আমি খুবই খুশি। কারন এসব এলাকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করতে পেরেছি। আমার এলাকার মানুষের দূর্ভোর কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কারে ব্যবস্থা নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নিকট কৃতজ্ঞ প্রকাশ করছি। প্রাকৃতিক সুন্দর্যের কারনে এখানে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সড়টির বিভিন্নস্থানে বসার বেঞ্চ ও সৌর বিদ্যুতের ষ্টিট লাইন স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২০/১২/২০২২