আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় জোর
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে তাবলীগ-জামাতের আট জেলার তিন চিল্লার সাথী দের নিয়ে ৩-৫ ডিসেম্বর ৩ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় জোর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে যমুনানদীর তীঁরে ৩ নং ক্রসবার সংলগ্ন চরমালশাপাড়ায় মুসলমানদের ৩দিন ব্যাপী তিন চিল্লার সাথীদের নিয়ে জোড় জামায়াতের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ভোরের হতে শুরু হওয়া ঘন – কুয়াশায় মধ্যে ফজর নামায শেষে আলেমদের মূল বয়ানের মাধ্যমে জোড় কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এবং পবিত্র জুম্ম মোবারক অর্থাৎ মুসলমানদের দ্বিতীয় পবিত্র ঈদের দিন সেই দিকে লক্ষ্য করে শহর ও আশেপাশের ধর্ম প্রাণ মুসল্লিগণ জুম্মা নামাজে অংশ গ্রহণ করে। এছাড়াও তিন চিল্লা জামাতের অনুসারী আট জেলা সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাটসহ আশেপাশের বিভিন্ন উপজেলা মুসল্লিগণ টুঈী মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এই জোর হয়। এতে বিশ্ব এস্তেমা সফলতার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয় শুধু শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলীগের তিন চিল্লা সম্পন্নকারী এ অংশগ্রহণ করেছেন । জোর কমিটি আয়োজকরা মুরুব্বিগণ বলেন, বিশ্ব এস্তেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর বিশ্ব এজতেমার কমপক্ষে ৪০ দিন আগে বিভিন্ন জেলায় তিন দিনের জন্য জোর আয়োজন করা হয়। আগামীতে বিশ্ব ইজতেমার সুন্দর ও সফল ভাবে সম্পুর্ণ করতে প্রতি বছর বিশ্ব ইজতেমার কমপক্ষে ৪০ দিন আগে বিভিন্ন জেলা জোর আয়োজন করা হয়। আগামীতে বিশ্ব এস্তেমা কে সফল করার উদ্দেশ্যে এবং মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য এবার সিরাজগঞ্জে এই তিনদিন এই তিন দিনের জোড় আয়োজন করা হয়েছে। এখানে ৮টি জেলার শুধু মাত্র ৩ চিল্লার সাথীরায় অংশগ্রহণ করছেন। এবং এজতেমা শেষে চিল্লাধারী সাথীরা দেশের বিভিন্ন স্থানে ও অঞ্চলে তাবলীগের কাজে ছড়িয়ে পড়বেন। জোড় মূল বয়ানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা এবং সঠিক ভাবে ইসলাম পরিচালনা, খেতরে পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের কে দিনের দাওয়াত ও নামাজ পড়ার জন্য তাগিদ দেন। সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সততা সঞ্চয় সমিতি’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাত্তার সাহেব মুসুল্লিদের ফ্রি শরবত খাওয়ান।
মোনাজাতে দেশ জাতি
ও আখেরাত ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, ঢাকা কাকরাইল মসজিদের মওলানা মোহামাদ্দুল্লা।