আওয়ামী লীগ নেতা আবু সামা আর নেই
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সামা (৮৫) গতকাল রোববার সকালে চৌখার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি মৃত্যু কালে স্ত্রী,চার ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাযা নামাজ শেষে তাঁর মরদেহ চৌখা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন,তিনি ২৬ বছর ভাটারা ইউনিয়ন আ,লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে আমরা একজন কর্মীকে হারালাম। তিনি গভীর শোক প্রকাশ করেছেন।