আইপিউ’র সভাপতি ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ প্রস্তাব তুলে ধরলেন – এমপি মুন্না।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিউ)’র সভাপতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ প্রস্তাব তুলে ধরলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। ১৭৮টি দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত জাতিসংঘের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর পক্ষে মঙ্গলবার ২৯ জানুয়ারি ২০১৯ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নীতিনির্ধারণী পরিষদ কার্যনির্বাহী বোর্ডের ১৪৪তম সভায় ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’বিষয়ক আইপিইউ’র বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। আইপিইউ’র স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি হিসেবে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ আমন্ত্রণে এ সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথম তার সদস্য দেশগুলোর বাইরে কোনো প্রতিষ্ঠানকে কার্যনির্বাহী বোর্ডে বিশেষ উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানান। জেনেভায় সফরকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিবসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠক ছাড়াও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র বার্ষিক সভায় বাংলাদেশের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’বিষয়ক প্রস্তাবটি ১৭৮ দেশের সবই সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং এ বিষয়ে একটি রেজুলেশন গ্রহণে একমত হন। একই সাথে এমপি মুন্নাকে পুনরায় আইপিইউ’র স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি নির্বাচিত করেন।