আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখা’র পরিচিতি সভা অনুষ্ঠিত।
ঠিকাছে
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) সিরাজগঞ্জ শাখার পরিচিতি সভা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয়পর্ব, ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সংগঠনটি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় উক্ত অনুষ্ঠানটি আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কিবরিয়া হাসান রিপন এর সভাপতিত্বে
স্বাগত বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন, সহ-সভাপতি মোঃ ফজলুল হক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং আসক সহ-সভাপতি আফরিন মায়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোছাঃ তানজিনা আফরিন, সিরাজগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান মুন্না প্রমুখ।
পরিচিতি সভায় বক্তব্যে রাখেন, উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (সুইট), অর্থ সম্পাদক মোঃ বজলার রহমান, প্রচার সম্পাদক মোছাঃ নাদিয়া পারভীন আশা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, অ্যাডঃ মোঃ শাহজাহান সাজু,সহকারী আইন বিষয় সম্পাদক অ্যাডঃভোকেট রফিকুল ইসলাম, ফারজানা খাতুন লাভনী,সাংগঠনিক সম্পাদক মোছাঃ ঝিনা খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আলী আহসান লাবণ্য, আল্পনা ভৌমিক, মোছাঃ সাবিনা ইয়াসমিন ছবি,মোছাঃ আয়শা খাতুন, মোছাঃ আলেয়া পারভীন, মোঃ মাহবুবুল হক শিপন, আব্দুল্লাহ শেখ প্রমুখ ।