অস্ত্র-মাদকসহ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
দিনাজপুরে শুক্রবার ভোররাতে সদর উপজেলার উথরাইল ইউনিয়নের খাড়িপাড়া অস্ত্র, মাদকদ্রব্যসহ গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, ভোররাতে খাড়িপাড়া এলাকায় গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি শুটার গান ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ নার্স আবু সাঈদ বলেন, পুলিশ ভোর ৪টা ২০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। লাশ মর্গে আছে।