অসহায় ছিন্নমূলের পাশে দাঁড়াতে বিত্তবানের প্রতি আহবান ড. সাজ্জাদের
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরে অসহায়, ছিন্নমূল, গরীব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানোর প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট রাজনৈতিক ড. সাজ্জাদ হায়দার লিটনের নিজ উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের শত শত অসহায় নারী পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়াস্থ ড. সাজ্জাদ হায়দার লিটনের গ্রামের বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় শত শত আমজনতার হাতে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন ক্লিন ইমেজের তরুণ জননেতা ড. সাজ্জাদ হায়দার ।
এ উপলক্ষে সেখানে উপস্থিতদের উদ্দেশ্যে
ড. সাজ্জাদ হায়দার লিটন বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য, অর্থ, পোশাক, ঈদ উপহার প্রদানসহ বিভিন্নভাবে পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে যুবলীগ। এরই ধারাবাহিকতায় আমার নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার হিসেবে গরীব দুঃখী মানুষের মাঝে নগদ এ অর্থসহায়তা প্রদান করা হলো। করোনার এ দুর্যোগ মুহুর্তে অসহায় ছিন্নমূলদের দুঃখ-কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সুহৃদয়বান ব্যক্তিদের আহবান জানাচ্ছি।’
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা পেয়ে এলাকার শত শত গরীব দুঃখীরা জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, যে কোন দুর্যোগ-দুর্ভোগে শাহজাদপুরের অসহায় মানুষের পাশে সহমর্তিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের মুখে হাঁসি ফুঁটিয়ে আসছেন জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন।