সারাদেশ

অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক ১ জন

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে আশরাফুল ইসলাম(৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকাল ৬ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩ এর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম ভারতের মানকারচরের হাট শিঙিমারী থানার সুখচর উজানবজরার গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া সীমান্তে টহলে যায় বিজিবি।

এসময় আন্তর্জাতিক সীমানা ১০৫৩ পিলারের কাছ দিয়ে অবৈধ অনুপ্রবেশ করেন আশরাফুল ইসলাম (৩০) নামের এক যুবক। বিজিবি’র জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান তার বাড়ি ভারতের আসাম রাজ্যে।

পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে বিজিবি।

জামালপুর বিজিবি’র ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃএহসানুল হক বলেন ভারতীয় নাগরিককে আটক করে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ভারতীয় নাগরিক আটক আশরাফুল ইসলামকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা করেছেন।

মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম