অবশেষে ফাইনালে জিতল বাংলাদেশ ।
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক বছরে একে একে কয়েকটি ফাইনাল ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু ট্রফি অধরাই থেকেছে বাংলাদেশের কাছে।২০১২ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২ রানে পরাজয় তো অশ্রু ঝরেছিল কোটি প্রানে।সর্বশেষ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপে ভারতের বিপক্ষে পরাজয় এখনও ভুলতে পারেনি. কোটি বাংগালী। অবশেষে সব বাধা বিপত্তি উপেক্ষা করে সপ্নের ফাইনালে জিতল বাংলাদেশ দল। মোসাদ্দেক হোসেন সৈকতের দানবীয় ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ কে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার সাদ পেল বাংলাদেশ দল।বৃষ্টির কারনে খেলে বন্ধ ছিল প্রায় ৫ ঘন্টা পরে বৃষ্টি থামলে ডাকওয়াথ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দেয় ২৪ ওভারে ২১০রান।যদিও ২৪ ওভারে ১৫২ তারা রান করে তারা কিন্তু ডাকওয়াথ লুইস পদ্ধতির কারনে রান বেরে যায়। ২১০ রানের তারা করতে নেমে বাংলাদেশ শুভ সুচনা পায় তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে তামিম ১৮ করে আউআউট হলেও সৌম্য সরকার তুলে নেন টানা তৃতীয় ফিফটি। পরে সৌম্য ৪১ বলে ৬৬ করে আউট হলে মুশফিক জুটি বাধে মোহাম্মদ মিঠুন এর সাথে কিন্তু মুশফিক ২২ বলে ৪৬ করে দুজনেই তারাতারি ফিরলে দেখা দেয় সংশয়। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত জুটি বেধে করেন ৪৩ বলে ৭০ রানের ইনিংস। এক ওভার ১ বল বাকি থাকতেই কাংখিত লক্ষ্য পৌছে যায়।মোসাদ্দেক হোসেন সৈকত তুলে ঝর ফিফটি তুলে নিয়ে ২৪বলে করেন ৫২ রান করে অপরাজিত থাকেন।লাস্ট এর ৩ ওভারে দরকার ছিল ২৭ রান মোসাদ্দেক এক ওভারে নেন ২৫ রান ফলে সহজেই জয় পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ২১ বলে ১৯ রানে।অভিনন্দন বাংলাদেশ দলকে ।