তাড়াশ

অঝোরে কাঁদলেন রুপার মা তাড়াশে রুপার পরিবারের মানবন্ধন

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশের মেধাবী কলেজ শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপা হত্যার ৪ বছরের ও মামলার রায় কার্যকারী না হওয়ায় রূপার পরিবার হতাশ। রায় দ্রুত কার্যকরের দাবীতে পবিবারে মানববন্ধন।

২৫ আগষ্ট বুধবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পার্শ্বে মানবন্ধনে নিহত রপার মা হাসনা হেনা খাতুন কান্না জনিতকন্ঠে বলেন ৪ বছর পেড়িয়ে গেলেও রায় কার্যকরে কোন ভুমিকা দেখতে পাচ্ছিনা। আমার একটাই দাবি আসামিদের রায় কার্যকর করা হোক। মেয়ে হারানোর বেদনা যে কত যন্ত্রনাময় সেটা আমিাই বুঝি। এই বলে তিনি প্রতিকী মানববন্ধন কর্মসুচিতে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন

এ সময় রুপা রূপার বড় ভাই হাফিজুর রহমান বলেন, দন্ডপ্রাপ্ত আসামিরা ২০১৮ সালের ১৮ ফেব্রয়ারী খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। এরপর চাঞ্চল্যকর এ মামলায় শুনানি শুরু হয়নি। নিম্ন আদালতে দ্রততম সময়ে মামলার রায় ঘোষণা করে এতে আমরা সন্তুষ্ট হয়ে ছিলাম। কিন্তু উচ্চ আদালতে আসামিদের আপিলের পর মামলাটি গত ৪ বছর ঝুলে থাকায় আমরা হতাশ হয়ে পড়েছি।

তিনি আরো বলেন, ক্ষতিপূরণ হিসেবে ছোঁয়া পরিবহনের বাসটি আমাদেরকে দেওয়ার যে আদেশ আদালত দিয়েছিলেন তাও কার্যকর করা হয়নি। গত ৪ বছর হলো অপেক্ষায় আছি, কবে দেখবো আমার বোনের হত্যা কারীদের ফাঁসি হয়েছে।

উল্লেখ, ২০১৭ সালের ২৫ আগস্টে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে রাত্রিকালে রূপাকে ধর্ষণের পর নৃংশংসভাবে হত্যা করে পঁচিশ মাইল নামক স্থানে রাস্তায় ফেলে দেয়। পরে মধুপুর থানা পুলিশ রুপার লাশ উদ্ধার করে। এনিয়ে তখন সারাদেশে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আলোড়ন জাগে। পরিচয় না পেয়ে ২৬ আগস্ট ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এরপর ২৭ আগস্ট নিহতের বড়ভাই হাফিজুর রহমান দৈনিক নয়াদিগন্ত প্রত্রিয়ায় প্রকাশিত সংবাদে দেখতে পান মধুপুর থানায় রক্তাক্ত লাশের ছবি শনাক্ত করেন যে অজ্ঞাত লাশটি তার ছোট বোন । এরপর ৩১ আগস্ট রুপার মরদেহ কবর থেকে উত্তোলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাতেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের কবরস্থানে রুপার লাশ দাফন করা হয়। নিহত রুপা আসানবাড়ি গ্রামের মৃত জেলহাজ প্রামানিকের মেয়ে। ঘটনার জন্য টাঈাইল জেলা আদালত রূপা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগে ছোঁয়া পরিবহণের ৪ শ্রমিককে দোষী সাব্যস্থ করে।

২০১৭ সালের ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহ-বগুড়া সড়কের ছোঁয়া পরিবহণের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর নিম্ন আদালতে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারী ৪ আসামীর মৃত্যুদন্ড ও ১ জনের ৭ বছরের সশ্রম কারাদন্ড হওয়ার পর তারা জেলে রয়েছেন। তাছাড়া ২০১৮ সালের ১৮ ফেব্রæয়ারীর সকল আসামী খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন । এরপর গত ৪২ মাসেও চাঞ্চল্যকর রুপা গণ ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি শুরুই হয়নি।