সিরাজগঞ্জ

অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তার মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে কর্মরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার   ও অফিসার সমিতির  সভাপতি জুড়ান আলীর আকস্মিক মৃত্যুতে-  সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মার্চ) বাদ মাগরিব এস,এস রোড়স্হ সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের  উক্ত দোয়া ও শোক স্মরণসভার   সভাপতিত্ব করেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ ব্যবস্থাপক অঞ্চল প্রধান এস, এম জহিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় এস,এস রোড শাখার শাখা প্রধান সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ ফরিদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের  প্রাক্তন ডিজিএম মোহাম্মদ আলী,  মোঃ নেজাবত আলী, সিরাজগঞ্জ  অগ্রণী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা রতন সরকার, ফজলুর রহমান,  সিবিএ সভাপতি শাহজাহান আলী,  অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফোসলেহাজ উদ্দিন, মরহুমের ছোট ভাই সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

শোক ও স্মরণ সভায় মরহুম জুড়ান আলী বিদেহী আত্নার প্রতি শান্তি কামনা করে দোয়া করা হয়। উল্লখ্যে,  মরহুম জুড়ান আলী গত ২ মার্চ সোমবার  হঠাৎ করে গুরুত্বর হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকায় আধুনিক হাসপাতালে  চিকিৎসা ধীন অবস্হায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে স্ত্রী ও ২ কন্যা সহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে যান বলে জানা যায়।