৯দিনে ধর্ষণের শিকার ৪৪ শিশু, ৩ জনের মৃত্যু!
সম্পাদনাঃ শুভ কুমার ঘোষ:
গত ১ মে থেকে ৯ মে পর্যন্ত এই ৯ দিনে দেশে ৪৪ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। ধর্ষণের শিকার ৪১ শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭ জন, ছেলে শিশু ৪ জন। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই তথ্য পেয়েছে। সংগঠনটি বলেছে, চলতি মাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল আরো ৩ শিশুর উপর। এই সময়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩ মেয়ে শিশু, আহত হয়েছে ৪১ জন শিশু। সম্প্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় এমজেএফ এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নার্স শাহীনূর আক্তার তানিয়াকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন ও সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছে। তাদের বিবৃতিতে বলা হয়: শিশু ধর্ষণের ঘটনায় শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে স্বল্প ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। এমজেএফ মনে করে বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অসহনীয় অবস্থায় উপনীত হয়েছে