৮টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান ২৩,ভাইস চেয়ারম্যান৩৭, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫জনের মনোনয়ন পত্র দাখিল করেছে।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২৩, ভাইস চেয়ারম্যান পদে ৩৭, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ সদর উপজেলা: চেয়ারম্যান পদে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আওয়ামীলীগ),আব্দুর রাজ্জাক (ওয়ার্কাস পার্টি)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ জেহাদ আল ইসলাম জিহাদ, নাসিম রেজা নূর দিপু ও আব্দুর ছাত্তার সিকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসনা হেনা, নূরুন্নাহার খানম ও নূরে ফাতেমা মনোনয়নপত্র দাখিল করেন। কাজীপুর উপজেলাঃ চেয়ারম্যান পদে খলিলুর রহমান সিরাজী (আওয়ামীলীগ), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)। ভাইস -চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম বেলাল, শওকত আকবর, সেলিম উদ্দিন, দ্বীন মোহাম্মদ বাবলু, সাইদুল ইসলাম তালুকদার, আল আমিন সরকার, শহিদুল ইসলাম ও নজরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা হক, শাপলা খাতুন, বিলকিস খাতুন, রেহেনা পারভীন, শিউলি খাতুন ও সাথী খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। বেলকুচি উপজেলাঃ চেয়ারম্যান পদে নুরুল ইসলাম সাজেদুল, মোহাম্মাদ আলী আকন্দ (আওয়ামীলীগ), সেরাজুল ইসলাম (স্বতন্ত্র), নুরুল ইসলাম সাজেদুল (স্বতন্ত্র) ও আনোয়ার হোসেন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ আলী শেখ, ফারুক সরকার, হাজী পিয়ার হোসেন, আব্দুর রাজ্জাক সরকার, আতাউর রহমান, আলহাজ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারগিস বেগম উষা, নারগীছ খাতুন, রত্না বেগম ও সুলতানা রাজিয়া মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন। চৌহালী উপজেলাঃ চেয়ারম্যান পদে ফারুক হোসেন (আওয়ামীলীগ), মাহফুজা খাতুন (স্বতন্ত্র), মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে মোল্লা বাবুল আক্তার, হুমায়ন কবীর, রেজাউল করিম, আব্দুর রউফ সিরাজী, কামরুল হায়দার মুন্না, মাসুদ রানা, শহিদুল ইসলাম তালুকদার শহীদ, সাইফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার, রাফেজা সুলতানা ও রুমানা পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাড়াশ উপজেলাঃ চেয়ারম্যান পদে সঞ্জিত কুমার কর্মকার (আওয়ামীলীগ), মোঃ মনিরুজ্জামান (স্বতন্ত্র), মীর মোঃ শহিদুল ইসলাম (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন খান, এস আলম, শাহিনুর আলম লাবু, আব্দুল খালেক , মোঃ সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মর্জিনা খাতুন, মোছাঃ মনোয়ারা বেগম মিনি ও মাহফুজা আক্তার ও মনোনয়নপত্র দাখিল করেছেন।। রায়গঞ্জ উপজেলাঃ চেয়ারম্যান পদে এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার (আওয়ামীলীগ), শোভন সরকার (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট লোকমান হাকিম, ফারুক আহম্মেদ শিখন, রেজাউল করিম বাচ্চু, জাহিদুল ইসলাম মাইকেল, আব্দুর রউফ বকুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পরী খাতুন, লিনা হক লুৎফা, ও নিস্কৃতি দাশ মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লাপাড়া উপজেলা ঃ চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফি (আওয়ামীলীগ), ইদ্রিস আলী (স্বতন্ত্র), মোজাম্মেল হক (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের রীবলী ইসলাম কবিতা ও সুমাইয়া পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন। শাহজাদপুর উপজেলাঃ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান (আওয়ামীলীগ), শফিকুজ্জামান সফি (জাসদ) ও মোক্তার হোসেন (জাতীয় পার্টি)। ভাইস চেয়ারম্যান পদে লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এলিজা খান মনোনয়নপত্র দাখিল করেছেন।